রাখ্ তোর মেয়ে পটানো কবিতা,তুই
হবি রাম আমি হব সীতা
এদিকে আয়,আমার কথায় মন দে,সূর্য
ডুবে যখন নামবে সন্ধ্যে,
তখন আসবি পুকুড় পাড়ে খঁড়ের গাদার
পাশে
বুঝিয়ে দেব দাদা-বউদি কেমনে ভালবাসে ।
পথে যদি ঝিঙে ফুল পাস্
তবে সঙ্গে করে আনিস
পিছন থেকে ঝাপটে ধরে খোঁপায় গেঁথে দিস্।
লক্ষীর সাথে ভাব মারিস ?বাসিস
নাকি ভালো ?
তার চে' আমি কম কিসে রে ? না হয় একটু
কালো ।
দেখ না আমার শরীরটা- তুলার মত নরম
ছোঁসনে এখন,কাতুকুতু লাগেতো ।বন্ধ
হবে দম ।
সন্ধ্যে বেলা আসবি যখন তখন
ছুঁয়ে দেখিস্
ছোঁয়ার নামে দেখিস আবার থেঁতলে যেন
না দিস্
কালী সন্ধ্যায় খড়ের গাদা আঁধার
হয়ে আছে
পা টিপে আস্তে আস্তে গেলাম
আরো কাছে ।
ভাবলাম গাদার
গায়ে সীতা বুঝি গুহা করেছে
গুহার মধ্যে বিড় পাকিয়ে ওম জমিয়েছে ।
ও সীতা দেখ্, ঝিঙ্গে ফুলের গোছা এনেছি
ফিসফিসিয়ে বলে যেমনি হাত বাড়িয়েছি ,
অমনি কুকুর যমের মত ঘড়র ঘড়র করে
হঠাত্ এসে ঝাপিয়ে পড়লো কচি ঘাড়ের
পরে ।
কালো কুত্তা খাইলো বুঝি ওরে মা'রে বাপ
হুড়মুড়িয়ে দৌড়ে সোজা পুকুর জলে ঝাপ ।
বাবা বললো,গলা ছেড়ে জলে নামল
কে রে ?
কেমনে বলি তোমার ছেলে পড়ছে সীতার
ফেরে ।
বাড়ির কুকুর কয়লামতি গর্ত করে খড়ে
বিকেল বেলা ছা দিয়েছে জানবো কেমন
করে ???
------- আদিত্য অনীক
হবি রাম আমি হব সীতা
এদিকে আয়,আমার কথায় মন দে,সূর্য
ডুবে যখন নামবে সন্ধ্যে,
তখন আসবি পুকুড় পাড়ে খঁড়ের গাদার
পাশে
বুঝিয়ে দেব দাদা-বউদি কেমনে ভালবাসে ।
পথে যদি ঝিঙে ফুল পাস্
তবে সঙ্গে করে আনিস
পিছন থেকে ঝাপটে ধরে খোঁপায় গেঁথে দিস্।
লক্ষীর সাথে ভাব মারিস ?বাসিস
নাকি ভালো ?
তার চে' আমি কম কিসে রে ? না হয় একটু
কালো ।
দেখ না আমার শরীরটা- তুলার মত নরম
ছোঁসনে এখন,কাতুকুতু লাগেতো ।বন্ধ
হবে দম ।
সন্ধ্যে বেলা আসবি যখন তখন
ছুঁয়ে দেখিস্
ছোঁয়ার নামে দেখিস আবার থেঁতলে যেন
না দিস্
কালী সন্ধ্যায় খড়ের গাদা আঁধার
হয়ে আছে
পা টিপে আস্তে আস্তে গেলাম
আরো কাছে ।
ভাবলাম গাদার
গায়ে সীতা বুঝি গুহা করেছে
গুহার মধ্যে বিড় পাকিয়ে ওম জমিয়েছে ।
ও সীতা দেখ্, ঝিঙ্গে ফুলের গোছা এনেছি
ফিসফিসিয়ে বলে যেমনি হাত বাড়িয়েছি ,
অমনি কুকুর যমের মত ঘড়র ঘড়র করে
হঠাত্ এসে ঝাপিয়ে পড়লো কচি ঘাড়ের
পরে ।
কালো কুত্তা খাইলো বুঝি ওরে মা'রে বাপ
হুড়মুড়িয়ে দৌড়ে সোজা পুকুর জলে ঝাপ ।
বাবা বললো,গলা ছেড়ে জলে নামল
কে রে ?
কেমনে বলি তোমার ছেলে পড়ছে সীতার
ফেরে ।
বাড়ির কুকুর কয়লামতি গর্ত করে খড়ে
বিকেল বেলা ছা দিয়েছে জানবো কেমন
করে ???
------- আদিত্য অনীক
