আদিত্য অনীকের কোন কবিতা ভাল লাগলে শেয়ার করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আপনার প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না - প্লিজ। ইচ্ছা করলে ব্লগটির Follower হয়ে আমার কাছাকাছি থাকতে পারেন।

Friday, July 11, 2014

ভালবাসার গল্প

রাখ্ তোর মেয়ে পটানো কবিতা,তুই
হবি রাম আমি হব সীতা
এদিকে আয়,আমার কথায় মন দে,সূর্য
ডুবে যখন নামবে সন্ধ্যে,
তখন আসবি পুকুড় পাড়ে খঁড়ের গাদার
পাশে
বুঝিয়ে দেব দাদা-বউদি কেমনে ভালবাসে ।
পথে যদি ঝিঙে ফুল পাস্
তবে সঙ্গে করে আনিস
পিছন থেকে ঝাপটে ধরে খোঁপায় গেঁথে দিস্।



লক্ষীর সাথে ভাব মারিস ?বাসিস
নাকি ভালো ?
তার চে' আমি কম কিসে রে ? না হয় একটু
কালো ।
দেখ না আমার শরীরটা- তুলার মত নরম
ছোঁসনে এখন,কাতুকুতু লাগেতো ।বন্ধ
হবে দম ।
সন্ধ্যে বেলা আসবি যখন তখন
ছুঁয়ে দেখিস্
ছোঁয়ার নামে দেখিস আবার থেঁতলে যেন
না দিস্
কালী সন্ধ্যায় খড়ের গাদা আঁধার
হয়ে আছে
পা টিপে আস্তে আস্তে গেলাম
আরো কাছে ।
ভাবলাম গাদার
গায়ে সীতা বুঝি গুহা করেছে
গুহার মধ্যে বিড় পাকিয়ে ওম জমিয়েছে ।
ও সীতা দেখ্, ঝিঙ্গে ফুলের গোছা এনেছি
ফিসফিসিয়ে বলে যেমনি হাত বাড়িয়েছি ,
অমনি কুকুর যমের মত ঘড়র ঘড়র করে
হঠাত্ এসে ঝাপিয়ে পড়লো কচি ঘাড়ের
পরে ।
কালো কুত্তা খাইলো বুঝি ওরে মা'রে বাপ
হুড়মুড়িয়ে দৌড়ে সোজা পুকুর জলে ঝাপ ।
বাবা বললো,গলা ছেড়ে জলে নামল
কে রে ?
কেমনে বলি তোমার ছেলে পড়ছে সীতার
ফেরে ।
বাড়ির কুকুর কয়লামতি গর্ত করে খড়ে
বিকেল বেলা ছা দিয়েছে জানবো কেমন
করে ???     


------- আদিত্য অনীক

1 comment:

  1. Woori Casino No Deposit Bonus 2021 | Free Play in Demo
    Woori Casino offers a variety of free spins and 바카라 사이트 no deposit https://octcasino.com/ bonuses, as well as gri-go.com regular promotions. As you can't claim this offer without goyangfc.com being microtouch solo titanium registered

    ReplyDelete